E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাই হ্রদে ডিবি পুলিশের অভিযান, চোলাই মদসহ আটক ৩

২০২৩ জুলাই ১২ ১৭:১৭:১০
কাপ্তাই হ্রদে ডিবি পুলিশের অভিযান, চোলাই মদসহ আটক ৩

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙামাটি জেলা গোয়েন্দা (ডিবি) বিশেষ অভিযানে ২৫০ লিটার পাহাড়ী চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হলেন- ধনঞ্জয় ত্রিপুরা, ভাগ্য ত্রিপুরা, রত্ন সেন।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিম রাঙামাটি কিল্যামুড়া এলাকা হতে রিজার্ভ বাজারে কাপ্তাই হ্রদের কাঠের ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদনকৃত পাহাড়ী চোলাই মদ আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই হ্রদে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিসহ প্রায় ২৫০ লিটার পাহাড়ী চোলাই মদসহ হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ।

ডিবি সূত্রে থেকে জানায়, ১১ জুলাই দিবাগত রাত রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিম রাঙ্গামাটি কিল্লামুরা এলাকা হতে রিজার্ভ বাজারে কাঠের বোটে ছোলাই মদ আসতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, পিপিএম, বিপিএম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহেল বাকী বিশেষ অভিযান পরিচালনা করে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহেল বাকী গণমাধ্যমকে বলেন, মদসহ যাদের আটক করা হয়েছে তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

(আরএম/এসপি/জুলাই ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test