E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরেন্দ্র কর্তৃপক্ষের ১০ কোটি টাকার মালামাল টেন্ডার ছাড়াই ২ কোটি টাকায়

২০১৪ অক্টোবর ২৯ ১৯:২০:৫০
বরেন্দ্র কর্তৃপক্ষের ১০ কোটি টাকার মালামাল টেন্ডার ছাড়াই ২ কোটি টাকায়

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ টেন্ডার ছাড়াই গোপনে প্রায় ১০ কোটি টাকার মালামাল মাত্র ২ কোটি ৭ লাখ টাকায় মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, নওগাঁ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে ব্যবহারের অনুপযোগি প্রায় দুই থেকে আ্ড়াই হাজার মেট্রিকটন লোহার মেশিনারীজ, ষ্টীল, কপার জাতীয় মালামাল, মূল্যমান পাইপ পরিত্যক্ত অবস্থায় ছিল। এই পরিত্যক্ত মালামাল বিক্রির জন্য কোন পত্রিকায় দরপত্র ছাড়াই গোপনে ৩টি প্রতিষ্ঠানের নিকট থেকে কোটেশন দরপত্র দেখিয়ে গাজিপুর মেশিন টুলস ফ্যাক্টরী নামে একটি প্রতিষ্ঠানের নিকট প্রায় আড়াই হাজার মেট্রিকটন মালামাল মাত্র সাড়ে ৫শ’ মেট্রিকটন ওজন দেখিয়ে বিক্রি করে দেয়।

মঙ্গলবার বিকেলে “সেনাবাহিনীর কাজে নিয়োজিত” স্টীকার সাদা কাগজে লিখে প্রায় ২০/২৫টি সাধারণ ট্রাকসহ লোকজন বরেন্দ্র অফিসে প্রবেশ করে তড়িঘরি করে মূল্যবান যন্ত্রাংশ লোড করতে থাকে।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন জিজ্ঞাসা করে জানতে পারে মালামাল বরেন্দ্র কর্তৃপক্ষের নিকট থেকে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান কিনে নিয়েছে। কিন্তু সেনাবাহিনীর কোন লোকজন না থাকায় সাধারণ জনগণের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং স্থানীয় সাংবাদিকদের খবর দেয়।

সন্ধ্যায় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সেখানে মালামাল ওজনের কোন যন্ত্রপাতি বা মাপনী নাই। ইচ্ছামত সকল জিনিসপত্র ক্রেনের মাধ্যমে ট্রাকে লোড হচ্ছে এবং একের পর এক ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত একের পর এক ট্রাকে করে মালামাল নিয়ে গেছে।

এ বিষয়ে বুধবার বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁর নির্বাহী প্রকৌশলী নাজিরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের লাভের কথা বিবেচনা করে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় নীতিমালার অধীনে এই মালামাল বিক্রি করা হচ্ছে।

(বিএম/এসসি/অক্টেবর২৯,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test