E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে সিরিজ বোমা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

২০১৪ অক্টোবর ২৯ ২০:২১:৩০
নাটোরে সিরিজ বোমা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ

নাটোর প্রতিনিধি : নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিদুল ইসলামের আদালতে পুলিশের উপ পরিদর্শক প্রকাশ চন্দ্র রায় ও মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ এমদাদুল হকের স্বাক্ষ্য গ্রহন করা হয়। এমামলার মোট ৬৬ সাক্ষীর মধ্যে এপর্যন্ত ৪১ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। দীর্ঘ ৯ বছর ধরে চলা এই সিরিজ বোমা হামলা মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

এদিকে সাক্ষ্য গ্রহণের আগে মামলার ৬ আসামী জেএমবি সদস্য আব্দুর রশিদ, শহিদুল্লাহ ওরফে ফারুক, সিহাব উদ্দিন সিহাব, হাফিজুর রহমান, দেলেওয়ার হোসেন মিঠু ও আব্দুল মতিনকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগষ্ট নাটোরে জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারি, বাসস্ট্যান্ড, নাটোর প্রেস ক্লাবের সামনে ও পেট্রোলপাম্প সহ ৮টি স্থানে বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটে।

(এমআর/পি/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test