E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংবাদ প্রকাশের পর অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

২০২৩ জুলাই ২৪ ১৮:২৫:৫৩
সংবাদ প্রকাশের পর অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

আসাদ সবুজ, বরগুনা : আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা খাল থেকে সরকারি প্রকল্পের দোহাই দিয়ে অবৈধ বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ জুলাই) বিকেল ৪ টার দিকে হলদিয়া ইউনিয়নের অফিস বাজার সংলগ্ন টেপুরা খাল থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের।

উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা খাল থেকে পরিবেশের ক্ষতি করে অবৈধ উপায়ে বালু তোলায় উত্তোলনকারী মো. দেলোয়ার গাজীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

এর আগে গত শুক্রবার ২০ জুলাই উত্তারাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা৭১ পত্রিকায় ‘বরগুনায় সরকারি প্রকল্পের দোহাই দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরে সোমবার অভিযান চালিয়ে একজনকে অর্থদণ্ড করা হয়।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের উত্তারিকার৭১ নিউজকে জানান, ‘আজকে সুন্দরভাবেই অভিযান সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও যেসব অবৈধ ড্রেজারে বালু তোলা হচ্ছে সেসব পয়েন্টে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হবে।’

(এএস/এসপি/জুলাই ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test