E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে গোসলখানার বালতিতে পড়ে শিশুর মৃত্যু

২০২৩ জুলাই ২৫ ১৮:২৮:৩৭
সাপাহারে গোসলখানার বালতিতে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর মাস্টার পাড়ায় গোসলখানার পানি ভর্তি বালতিতে পড়ে মাহমুদুল হাসান (২) বছরের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মাহমুদুল ওই পাড়ার ভাড়াটিয়া ইব্রাহীম হোসেনের ছেলে।

জানা গেছে উপজেলার তাঁতইর গ্রাম ও তাঁতইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহীম হোসেন সাপাহার উপজেলা সদরের জয়পুর মাস্টার পাড়ায় ভাড়া থাকতেন। ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে গোসল খানায় পানি ভর্তি বালতি রেখে গোসলখানার দরজা খোলা রেখে শিশুটির মা’বাসা বাড়ীর কাজে ব্যস্ত ছিল। এমতাবস্থায় শিশু মাহমুদুল সবার অজান্তে গোসলখানায় প্রবেশ করে পানি ভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে যায়। আপন শক্তিতে বালতি হতে উঠতে কিংবা কোন চিৎকার করতে না পেরে শিশুটি বালতির মধ্যেই শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করে। পরে গোসলখানায় গিয়ে শিশুটির মা’শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে তুললে ততক্ষনে শিশুটি মৃত্যু বরণ করে। অবুঝ শিশুর মর্মান্তি এই মৃত্যুর দৃশ্য দেখে মহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাবিবুর রহমান হাবিব পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(বিএস/এসপি/জুলাই ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test