E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়োগ প্রক্রিয়া বাতিল চেয়ে খাতা পুণঃযাচাইয়ের দাবি

মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

২০২৩ জুলাই ২৬ ১৮:১২:০৫
মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর বরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপারের বিরুদ্ধে। মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ ও সুপার আব্দুল মান্নান মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ, অর্থ আত্মসাৎ ও ঘুষ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি করে ওই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ প্রদান করেছে বলে মানিক হোসেন নামে এক চাকরি প্রত্যাশী অভিযোগ করেছেন। এ ঘটনায় ভূক্তভোগী মানিক গত ২৩ জুলাই জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর নিয়োগপ্রাপ্তদের এমপিও ভূক্ত না করে তাদের নিয়োগ বাতিল করে তার নিয়োগ পরীক্ষা খাতা পুণ:যাচাই করার দাবী জানিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামগাঁ গ্রামের মো. আফছার আলীর প্রতিবন্ধি ছেলে মো. মানিক হোসেন বরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের আবেদন করেন। কিন্তু মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল মান্নান চাকরি প্রত্যাশী মানিক হোসেনকে ডেকে মোটা অংকের ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের নিকটতম আত্মীয় এনামুলকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করেন। এছাড়াও আয়া পদে খাইরুন নেছাকেও অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

মানিক হোসেন বলেন, আমি গরীব ও প্রতিবন্ধী হওয়া সত্বেও ৮লাখ দিতে চেয়েছিলাম। কিন্তু তারা আমার কাছে ১৫লাখ দাকা দাবী করে। আমার পরীক্ষা ভালো হওয়া সত্বেও আমি তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় সভাপতির চাচাতো ভাই এনামুলকে নিয়োগ দেয় ১৫লাখ টাকার বিনিময়ে। তাই আমি এর সুষ্ঠু বিচারের আশায় জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি এই নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ আমার পরীক্ষার খাতা পুণ:যাচাইয়ের দাবী জানাচ্ছি।

অভিযোগের বিষয় অস্বীকার করে মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মান্নান মুঠোফোনে কালবেলাকে বলেন, লেনদেনে বিষয়ে আমার সাথে কারো কোনো কথা হয়নি। বিষয়টি আমি জানিনা।

একইভাবে সকল অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মুঠোফোনে কালবেলাকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে একদম স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমার মানক্ষুন্ন করার জন্য একটি মহল এসব গুজব ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো.লুৎফর রহমান মুঠোফোনে কালবেলাকে বলেন, অভিযোগটি দেখে সুনির্দিষ্ঠ তথ্য প্রমান পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(বিএস/এসপি/জুলাই ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test