E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলীতে ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

২০২৩ জুলাই ২৮ ১৭:১৫:২৯
কর্ণফুলীতে ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপি-৩) অধীনে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৭৬৮ টাকা ব্যয়ে নির্মিত ‘এস আলম সুগার মিল থেকে খোয়াজনগর হাফেজ মনির উদ্দিন সড়কটি উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের এস আলম সুগার মিল-ইউএনআর খোয়াজনগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এসময় ভূমিমন্ত্রী সড়কটিকে ঘুরে দেখেন। পরে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কর্ণফুলীতে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। এখনো উন্নয়ন চলমান রয়েছে। আগামীতেও আমি কর্ণফুলীর উন্নয়ন করে যেতে চাই। যে সড়কটি আজ উদ্বোধন করলাম, সে সড়ক দিয়ে আপনারাই চলাচল করবেন। এসব বিষয় খেয়াল রেখে ভবিষ্যতে ভালো মানুষকে আপনারা ভোট দেবেন। আগামী ৫ বছরে কর্ণফুলী উপজেলার চিত্র আরো সুন্দর ও উন্নয়নে পাল্টে যাবে। ধীরে ধীরে গ্রামগুলো উপ-শহরে পরিণত হবে (ইনশাল্লাহ)।’

এসময় কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, মন্

ত্রীর প্রটোকলে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী ও কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদত মোবারক, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরান পাটোয়ারি, যুবলীগ নেতা শাহারিয়ার মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজগর পাপনসহ অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এ সড়কটি সংস্কার হওয়ায় ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ উপকার ভোগ করবেন। এ সড়ক দিয়ে খোয়াজনগর ও ইছানগর এলাকাকে সংযুক্ত হয়েছে। যাতায়াতের জন্য এটি জনগুরুত্বপূর্ণ সড়ক। ভূমিমন্ত্রীর প্রচেষ্টায় সড়কটি আরসিসি দ্বারা ঢালাই হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে। কেননা, শুরুতেই সড়কটির সংস্কার কাজ শেষ না করেই ঠিকাদারের লোকজন উধাও হয়ে গিয়েছিলেন। পরে কাজ করতে বাধ্য হন।

স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আইআরআইডিপি-৩ প্রকল্পের অধীনে এস আলম সুগার মিল থেকে খোয়াজনগর হাফেজ মনির উদ্দিন পর্যন্ত ১০০৮ মিটার সড়কে কালভার্টসহ পাকাকরণের জন্য দরপত্রে সর্বনিম্ন দরপত্রদাতা হিসেবে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৭৬৮ টাকায় কাজ পায় চট্টগ্রাম নগরীর মেসার্স নিপা এন্টারপ্রাইজ।

(জেজে/এসপি/জুলাই ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test