E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষকের শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

২০১৪ অক্টোবর ৩০ ১৭:১১:৫১
শিক্ষকের শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মো. আব্দুস সবুর আল আসাদ নামে এক শিক্ষকের শাস্তির দাবিতে শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক, ও বিভিন্ন পেশার মানুষ মনিরামপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর আল আসাদ ওই স্কুলের প্রাত্তন এক ছাত্রীকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যেয়ে বিভিন্ন্ জায়গায় গোপন রেখে তাকে ধর্ষণ করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুনাহার লাকি, করতোয়া ডিগ্রি কলেজের প্রভাষক নাছিমাজামান,শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাসুদ হাসান খান প্রমুখ।

এ্যাডভোকেট আনোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন ওই শিক্ষকের পক্ষে শাহজাদপুর বারের কোন আইনজীবী আইনী সহায়তা দিবেন না। মানববন্ধন শেষে ৫মিনিটের জন্য শাহজাদপুরের ব্যস্ততম থানার ঘাট-দ্বারিয়াপুর সড়কটি সকল যানবাহন বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর আল আসাদ পূর্বের কর্মস্থল শাহজাদপুরের নরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালিন একিই অপরাধে তাকে বর্তমান কর্মস্থলে বদলি করা হয়। অভিযোগ রয়েছে এ নিয়ে চার বার ওই শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা না নেয়ায় তিনি বার বার একিই অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন।

এদিকে এলাকা বাসির অভিযোগ ধর্ষিতার পিতা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করার পর শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আক্তারুজ্জামন একটু নড়েচড়ে বসলেও তার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা না নেয়ায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছেন। এ ব্যপারে ওই শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতি মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানান। অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয় নাই।

(এআরপি/এএস/অক্টোবর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test