E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার নাটোরে যাবেন খালেদা জিয়া

২০১৪ অক্টোবর ৩০ ১৭:২৯:১১
শনিবার নাটোরে যাবেন খালেদা জিয়া

নাটোর প্রতিনিধি :  শনিবার ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে বিএনপি চেয়ারপারসন ও জোট প্রধান বেগম খালেদা জিয়া নাটোর যাবেন। প্রথম দফায় বৃহস্পতিবার জনসভার দিন নির্ধারণ থাকলেও অনিবার্য কারণবশত তারিখ পরিবর্তন করে ১ নভেম্বর শনিবার করা হয়।

নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান,আগামী শনিবার সকাল ১০ টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ বাসভবন গুলশান থেকে নাটোরের উদ্দেশে রওনা হবেন। তিনি আশুলিয়া-টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে নাটোর সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সাড়ে তিনটার দিকে নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারী কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। জনসভা শেষে তিনি রাতেই ঢাকা ফিরে যাবেন।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে নাটোরকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। চারিদিকে চলছে সাজ সাজ রব। গত কয়েকদিন ধরে শহরের আলাইপুর,কানাইখালী ও বড়গাছা এলাকায় সড়কগুলোতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। সড়কের ধারে ব্যানার, ফেষ্টুনসহ রং বে রংয়ের কাপড় টানিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। জনসভাস্থলকেও সাজানো হয়েছে ব্যানার ফেষ্টুন ও পেস্টার সাঁটিয়ে। মঙ্গলবার আকস্মিকভাবে ৩০ অক্টোবর জনসভার দিন পরিবর্তন করে ১ নভেম্বর করা হলে জোটের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও তারা সমাবেশকে সফল করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন।

জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জোটের জেলা আহ্বায়ক আমিনুল হক জানান, এপর্যন্ত শান্তিপুর্ন পরিবেশ বজায় রয়েছে। প্রশাসন সহ সকলের সহযোগিতায় এবারের এই সমাবেশ স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার দাবি করেন বেগম জিয়ার এই জনসভায় কয়েক লাখ মানুষ সমবেত হবে।

(এমআর/এএস/অক্টোবর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test