E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

২০১৪ অক্টোবর ৩০ ১৮:৩১:৪৪
ধামইরহাটে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর ছাত্রী আরিফা খাতুন (১১)। উপজেলা নির্বাহী অফিসারের অভিযান টের পেয়ে বরসহ নিকাহ রেজিষ্ট্রার পালিয়ে গেছে। ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের ফুফুর ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে,উপজেলার উস্তমাবাদ গ্রামের মজনু মিয়ার ছেলে ফিরোজ হোসেন (৩৫) গত কয়েক দিন পূর্বে জয়পুরহাট জেলার কালাই উপজেলার চান্দাভিটা গ্রামের আতিউর রহমানের মেয়ে ওই এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী আরিফা খাতুন কে বিয়ে করতে যায়। কিন্তু ওইদিন বিভিন্ন সংগঠন ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিয়ে করা সম্ভব হয়নি। বুধবার গোপনে ওই মেয়েকে ধামইরহাট উপজেলার ঘোড়াবট কলোনী গ্রামের লুৎফর রহমানের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে জাহানপুর ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার আব্দুস সালাম ও তার সহকারী মুকুল হোসেনের সহযোগিতায় ফিরোজ হোসেনের সঙ্গে মেয়েটির বিয়ে দেয়। বৃহস্পতিবার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ পুলিশ নিয়ে ঘোড়াবট কলোনীর লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আরিফা খাতুনকে উদ্ধার করে।

এদিকে ইউএনওর উপস্থিতি টের পেয়ে বর ফিরোজ হোসেন, বাড়ির মালিক লুৎফর রহমান ও নিকাহ রেজিষ্ট্রার আব্দুস সালাম পালিয়ে যায়। বাল্য বিয়ে কাজে সহায়তা করায় আরিফার ফুফুকে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ হাজার টাকা জমিমানা করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ বলেন, আগামী সাত দিনের মধ্যে ছেলেকে মেয়ে পক্ষ থেকে তালাক প্রদান করা হবে মর্মে মেয়ের অভিভাবকগণ অঙ্গিকার করেছেন।

(বিএম/এএস/অক্টোবর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test