E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’

২০২৩ জুলাই ৩০ ১৯:৫৫:৫২
‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কিমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, বিএনপি-জামাতের আর কোন নাশকতা অগ্নি সন্ত্রাস সহ্য করা হবেনা। ২০১৩ ও ২০১৪ সালের মত ওরা আবার দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিনষ্টের হিংস্র খেলায় মেতে উঠেছে। এখন থেকে কঠোর হাতে ওদের সকল অপতৎপরতা রুখে দেয়া হবে। তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে দেশের সকল অপশক্তির বিরুদ্ধে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বিএনপির অগ্নি সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ তিনি এ কথা বলেন।

বিএনপি-জামায়াত কর্তৃক অগ্নি সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল সাড়ে ৫ টার সময় শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল পয়েন্ট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পালং উত্তর বাজারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, সাংগঠিনক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদস্য এডভোকেট আলমগীর মুন্সি, এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলে মহিলা আওয়ামীলীগের সভাপতি সামিনা ইয়াসমিন, জেলা কৃষকলীগের আহবায়ক সামসুল হক আকন, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার, যুগ্ম-আহবায়ক চন্দনা রানী দে, পান্না খান, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, শরীয়তপুর পৌরসভা যুবলীগের সভাপতি জাহাংগীর হোসেন, সাধারণ সম্পাদক খোকন বেপারী, জেলা ছাত্রলীগের আহবায়ক মোহসিন মাদবর, যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সদর উপজেলার ১১ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সকল সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মী এবং শরীয়তপুর পৌসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(কেএআই/এএস/জুলাই ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test