E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ২

২০২৩ জুলাই ৩১ ২০:৫৬:৪১
কাপ্তাইয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ২

রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটি কাপ্তাইয়ের অভিনব কায়দায় পাচারকালে কাপ্তাইয়ে ট্রাকভর্তি দেশীয় চোলাই ১৫শ' ৫৮ লিটার, মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে  কাপ্তাই থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ জসীম উদ্দীন।

সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪ টা দিকে কাপ্তাই- বরইছড়ি প্রধান সড়কে একটি অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ঘাগড়া -কুকিমারা থেকে একটি মিনি ট্রাক চট্টগ্রাম উদ্দেশ্যে যাওয়ার সময় মিনি ট্রাকটিকে

তল্লাশী চালায় পুলিশের একটি দল। তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণে দেশীয় ১৫'শত৫৮ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, (১) লক্ষিপুর জেলা রামগতি থানা চরলক্ষী গ্রামে মৃত সোহরাব হোসেন ছেলে কারিম (৩৬)। (২) চট্টগ্রাম জেলা রাঙ্গুনীয়া থানা ইসলামপুর পাহাড়তলী ঘোনা মগাছড়ি পুলিশ ক্যাম্প এলাকার মোঃ মহিউদ্দিন ছেলে মোঃ ইসমাইল (২২)।

কাপ্তাই থানা ইনচার্জ জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কাপ্তাই উপজেলার কাপ্তাই- বরইছড়ি প্রধান সড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালায় পুলিশের একটি দল। এ সময় কুকিমারা থেকে ছেড়ে যাওয়া একটি হলুদ ওনীল রংয়ের মিনি ট্রাক
চট্টগ্রাম উদ্দেশ্যে যাওয়ার সময় বরইছড়ি সদর বাজার এলাকায় পোঁছলে পুলিশের সন্দেহ হয়। পরে মিনি ট্রাকের থাকা ভিতরে তল্লাশীকালে দেশীয় তৈরি মদ ও চালকসহ দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তল্লাশীকালে তাঁদের কাছে স্যালাইন ব্যাগে ৫'শত ৫৮ লিটার এবং ১'শত পলি ব্যাগের মধ্যে প্রতিটি পলি ব্যাগে ১০ লিটার করে ১ হাজার লিটার সর্বমোট ছিল ১৫'শত৫৮ লিটার পাওয়া যায়। পরে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত দুইজন ও পলাতক সাইফুল সহ মোট ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। সোমবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(আরএম/এএস/জুলাই ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test