E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় তাতী লীগের কমিটি বাতিল, ফেসবুকে সমালোচনার ঝড়

২০২৩ আগস্ট ০১ ১৪:২৯:১১
বরগুনায় তাতী লীগের কমিটি বাতিল, ফেসবুকে সমালোচনার ঝড়

আসাদ সবুজ, বরগুনা : বরগুনা সদর উপজেলা তাতী লীগের কমিটি বাতিল যেন টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে। একটি সক্রিয় কমিটি নোটিশ ছাড়া বাতিল ঘোষনা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

৩১ জুলাই (সোমবার) দুপুরে জেলা তাতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মহসিন বাহাদুরের স্বাক্ষরিত একটি প্যাডে সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণ দেখিয়ে সদর উপজেলাসহ জেলার মোট ছয়টি উপজেলার কমিটি বাতিল করার একটি ছবি আহবায়ক আনোয়ার হোসেনের ফেসবুক ওয়ালে পোস্ট করা হয়। এই পোস্টের পর থেকেই সদর উপজেলা তাতী লীগের কমিটি বাতিল নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়। এ প্রসঙ্গ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা ধরনের পোস্ট দিতে দেখা গেছে অনেকের ফেসবুক ওয়ালে।

নোটিশ না দিয়ে মাত্র নয় দিন আগে গত ২২-০৭-২০২৩ তারিখ গঠন হওয়া আহবায়ক কমিটির আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মহসিন বাহাদুর ১৮-০৫-২০২৩ তারিখের নব গঠিত সদর উপজেলা তাতী লীগের কমিটিকে সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণ দেখিয়ে কমিটি বাতিল ঘোষনা করে। এবিষয়ে গতকাল ৩১ জুলাই বিকেল ৬টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা তাতী লীগ।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা তাতী লীগের পক্ষে সাধারণ সম্পাদক নাঈমুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আমি জেলা ছাত্র লীগের উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম, এছাড়াও আমি পৌর যুবলীগ, ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছি। জেলা তাতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মহসিন বাহাদুর সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিতভাবে এবং সম্পূর্ণ সাংগঠনিকভাবে আমাদের একটি সক্রিয় কমিটিকে একটি মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ তাতী লীগের গঠনতন্ত্র বহির্ভূতভাবে বাতিল করেছে।

এ সময় তিনি বাংলাদেশ তাতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, আপনারা আমাদের অবিভাবক, আপনারা আমাদের বিষয়ে তদন্ত করে দেখুন আমরা নিষ্ক্রিয় কিনা! যদি আমরা নিষ্ক্রিয় হই তাহলে আমরা স্বেচ্ছায় আমাদের দায়িত্ব ছেড়ে দিবো।

কমিটি বাতিলের বিষয়ে সদস্য সচিব মহসিন বাহাদুরের নিকট মুঠোফোনে জানতে চাইলে, কেন্দ্রিক কমিটির নির্দেশনা অনুযায়ী কমিটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনার কাগজটি দেখতে চাইলে তিনি নামাজে যাওয়ার কথা বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে আহবায়ক আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বাবুল মাহাবুব নামের এক সাংবাদিককে মুঠোফোনে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় আবারও তার কাছে সদর উপজেলা তাতী লীগের কমিটি বাতিলের বিষয় জানতে চাইলে, কোন উত্তর না দিয়ে তিনি একটি জরুরি মিটিংয়ে আছেন বলে ফোনটি কেটে দেন। পরে একাধিক বার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

(এএস/এএস/আগস্ট ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test