E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শোকাবহ আগস্ট

কর্ণফুলীতে মাসব্যাপী যুবলীগের কর্মসূচি

২০২৩ আগস্ট ০১ ১৮:১০:২৬
কর্ণফুলীতে মাসব্যাপী যুবলীগের কর্মসূচি

জে. জাহেদ, চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হারানোর শোকাবহ মাস আগস্টের প্রথমদিন আজ। শোকাবহ আগস্ট মাসব্যাপী আটটি কর্মসূচি ঘোষণা করেছে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ।

সোমবার (৩১ জুলাই) রাতেই উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার এক কমিউনিটি সেন্টারে যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় এসব কর্মসূচি নির্বাচন করা হয়।

কর্মসূচি প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত সভাপতি জানান, আগস্ট মাসব্যাপী কর্ণফুলী উপজেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি পালনের জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সর্বস্তরের যুবলীগের নেতাকর্মীদের জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-

৫ আগস্ট (শনিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউছিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠায় ভূমিকা শীর্ষক আলোচনা।

৮ আগস্ট (মঙ্গলবার) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে এইচটি কনভেনশন হলে সকালে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের নারীদের মাঝে বস্ত্র বিতরণ ও স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বঙ্গমাতার ভূমিকা শীর্ষক আলোচনা।

১১ আগস্ট (শুক্রবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহিদ মৌলভী সৈয়দ আহমদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, যুবলীগের পক্ষ থেকে কবর জেয়ারত ও পুষ্পঅর্পণ। সকাল ৯ টায় মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর থেকে শেখের খিল বাশখালী যাত্রা।

১৪ আগষ্ট (সোমবার) জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির এবং ১৫ আগষ্ট সকল শহিদের স্মরণে এইচটি কনভেনশন হলে সকাল ১০টায় ‘একটি দুঃস্বপ্ন ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তান হারানোর ট্রাজেডিক ইতিহাস’ শীর্ষক আলোচনা সভা ও দুপুরে মেজবান।

১৫ আগস্ট (মঙ্গলবার) জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০টায় চরপাথরঘাটা হামিদিয়া বোগদাদিয়া মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, বাদে আসর চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নে আওয়ামী যুবলীগ দোয়া মাহফিল কর্মসূচি পালন করবেন।

১৯ আগস্ট (শনিবার) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের জাতীয় শোক দিবসের কর্মসূচি উপলক্ষে বিকাল ৩টায় এ জে চৌধুরী কলেজ মাঠে আলোচনা সভা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। দুপুরে শিকলবাহা চৌমুহনী জমায়েত।

২১ আগস্ট (সোমবার) জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিকাল ৪টায় মইজ্জ্যারটেক বাবু চত্বরে গ্রেনেড হামলাকারী ও খুনীদের ফাঁসির দাবিতে কালো পতাকা মিছিল।

২৫ আগস্ট (শুক্রবার) কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের কর্মসূচি উপলক্ষে বিকাল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কর্ণফুলী শাখার উদ্যোগে চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। দুপুরে সৈন্যেরটেক মোড়ে জমায়েত।

(জেজে/এসপি/আগস্ট ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test