E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে টায়ার হাউজে দুধর্ষ চুরি

২০২৩ আগস্ট ০৩ ১৭:০৭:২১
ঝিনাইদহে টায়ার হাউজে দুধর্ষ চুরি

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের একতা টায়ার হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের ৪/৫টি ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনাসহ আনুমানিক ত্রিশ টাকা টাকা চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।

অফিসের কর্মচারী স্বপন কুণ্ডু জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে তারা ঘর বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে সবকিছু তছনছ করা দেখতে পান। এরপর তিনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জানান।

একতা টায়ার হাউজের স্বত্তাধীকারী এএসএম বিল্লাহ রিন্টু জানান, খবর পেয়ে তিনি ব্যাবসা প্রতিষ্ঠানে এসে দেখেন, নিচতলা ও দুইতলার সব ক্যাশ বাক্স, ড্রয়ার ও আইরেন্স সেফ ভাঙ্গা এবং তছনছ করা।

তিনি আরো জানান, বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা দুই তলার সিড়িঘরের টিন সরিয়ে প্রবেশ করে এবং সব ঘরের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স, ড্রয়ার ও আইরেন্স সেফে রাখা ব্যাবসার সমস্ত টাকা নিয়ে যায়। তিন ভরি সোনার গহনা ও নগদ টাকাসহ চোরেরা আনুমানিক ত্রিশ লাখ টাকা নিয়ে গেছে বলে তিনি প্রাথমিক ভাবে মনে করছেন। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশিয়ার গৌতম কুমার প্রতিষ্ঠানের প্রায় ৪০-৫০ লাখ টাকা আত্মসাৎ করার দায়ে চাকররীচ্যুত হওয়ার এক মাস পর এই দুধর্ষ চুরির ঘটনা রহস্যজনক বলে প্রতিবেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা মনে করছেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে একটা টিমকে পরিদর্শন করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের চুরির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

(একে/এসপি/আগস্ট ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test