E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আ.লীগ নেতা দুলালের মতবিনিময়

২০২৩ আগস্ট ০৪ ২৩:৩৪:৩৩
শৈলকূপায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আ.লীগ নেতা দুলালের মতবিনিময়

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বলেছেন, আগামীর শৈলকূপা হবে সকল ধর্মের মানুষের মিলনস্থল। এখানে কোনো বৈষম্য থাকবে না। সকল মানুষের জন্য থাকবে নাগরিক অধিকার।

শুক্রবার (৪ আগষ্ট) সন্ধ্যায় শৈলকূপা উপজেলার পাঁচপাখিয়া নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় উপরোক্ত কথাগুলো বলেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দুলাল।

তিনি আরও বলেন, আমি এই উপজেলার একজন বাসিন্দা হিসেবে সকল মানুষের সাথে রয়েছে আমার নিবিড় সম্পর্ক। দীর্ঘদিন ধরে আপনাদের উপর চলা দমন-পীড়ন নিরসনে আমি বিগত সময়ে আপানাদের পাশে ছিলাম। আগামীতেও বৃহৎ পরিসরে থাকতে চাই এজন্য আপনাদের সহযোগিতা চাই।

আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে উপজেলার আর কোন হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর কেউ নির্যাতন করতে পারবে না।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্য শংকর দেবনাথ, অরুন কুমার কুণ্ডু, কার্তিক কুণ্ডু, অসিত সাহা, দিনেশ কুণ্ডু, মঙ্গল কুণ্ডু, প্রহ্লাদ জোয়ার্দার, সঞ্জিত কুমার কুণ্ডু, মন্টু বিশ্বাস, নারায়ন চন্দ্র কুণ্ডুসহ প্রমুখ।

এ সময় তাঁরা তাঁদের নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নানা রকম দমন-পীড়ন ও নির্যাতনের কথা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দুলালের কাছে তুলে ধরেন।

(এসই/এএস/আগস্ট ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test