E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুরিয়ার সার্ভিসের আমের বস্তায় পাওয়া গেলো গাঁজা!

২০২৩ আগস্ট ০৬ ১৭:০৩:৪২
কুরিয়ার সার্ভিসের আমের বস্তায় পাওয়া গেলো গাঁজা!

অরিত্র কুণ্ডু, ঝিনাইাদহ : ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা আমের বস্তা থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম। উদ্ধারকৃত গাঁজার মুল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।

রবিবার দুপুরে শহরের এইচএসএস সড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গাঁজাসহ পলি খাতুন নামে এক পাচারকারীকে আটক করা হয়। পলি খাতুন মাগুরার বুজরুক শ্রীকুন্ডি গ্রামের পিকুল বিশ্বাসের মেয়ে। তার স্বামীর নাম ফরিদ হোসেন।

গ্রেফতারের পর পুলি পুলিশকে জানিয়েছেন, জয়নাল নামে মাগুরার এক ব্যক্তি খাগড়াছড়ি থেকে তার নামে আমের সঙ্গে ৯ কেজি গাঁজা পাঠিয়ে দেয়। অর্থের বিনিময়ে তিনি এই গাঁজার গন্তব্যে পৌছে দিতে রোববার দুপুরে আমের বস্তা রিসিভ করতে আসেন।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিন উদ্দীন জানান, পুলিশ সুপার আজিম উল আহসান মহোদয়ের সার্বিক তত্বাবধানে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই খালিদ হাসান, এসআই রবিউল ইসলাম ও এএসআই ইকলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়।

অভিযানকালে আমের বস্তা থেকে ৯ কেজি গাজা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলি খাতুন নামে এক নারীকে আটক করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।


(একে/এএস/আগস্ট ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test