E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা, মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

২০২৩ আগস্ট ০৭ ১৩:৫২:৫০
রাজৈরে ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা, মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজ পুর  বাজারে ১ আগস্ট তারিখ মঙ্গলবার দুপুরে ১২:৩০ মিনিটে, চাউলের পাইকারি ব্যবসায়ী ফরহাদ মাতুব্বরের উপর আকস্মিক ও পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে লোহা ও হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে গুরুতর আহত অবস্থায় রেখে যায় ও দোকান পাট ভাংচুর সহ লুটপাট করে  নগদ  অর্থ সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরিশেষে  ঐ বাজারের অপর এক ব্যবসায়ী  মিজানুর রহমান, মুমূর্ষু অবস্থায় ফরহাদ মাতুব্বরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে গুরুতর আহত ফরহাদ মাতুব্বর অবস্থায় সাংবাদিকদের জানান, ঐ দিন দুপুর ১২:৩০ টার দিকে আকস্মিক ও পূর্ব পরিকল্পিত ভাবে সোহরাব মাতুব্বর ও তার দলবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে লোহা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় রেখে যায় ও দোকান পাট ভাংচুর করে এবং লুটপাট করে নগদ অর্থ সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং এ ব্যাপারে কোন মামলা করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

ঐ দিন ঘটনার এক প্রতক্ষদর্শী সিরাজ মিয়া জানান,এক দল সন্ত্রাসী, ফরহাদ এর দোকানে ঢুকে তাকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় রেখে যায় ও দোকান পাট ভাংচুরসহ লুটপাট করে। আমি এমন মরধর জীবনে দেখেনি। আমরা না ঠেকালে ফরহাদকে ওরা মেরে ফেলতো।

এ ব্যাপারে কবিরাজ পুর বাজারে কমিটির সেক্রেটারি, মাহাবুব রহমান , সাংবাদিকদের জানান, আমি ঘটনার সময়, ঘটনাস্থলে ছিলাম না তবে পরে এসেছি, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে। সন্ত্রাসীরা ফরহাদকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত অবস্থায় রেখে যায়। এটা খুব দুঃখ জনক। আমরা এই সন্ত্রাসী হামলার কঠোর ব্যবস্থা নেব।

আবার এদিকে, প্রতিপক্ষ সরোয়ার মাতুব্বর সাংবাদিকদের জানান, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার উপর আনিত অভিযোগ মিথ্যা।

এ ঘটনা সম্পর্কে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, এই সন্ত্রাসী হামলা, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে।, এব্যাপারে ফরহাদের মা রাজৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

তিনি আরো জানান, এ ব্যাপারে রাজৈর থানায় মামলা দায়ের করতে চাইলে, আমরা মামলা গ্রহণ করব।

(বিকেডি/এএস/আগস্ট ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test