E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

২০২৩ আগস্ট ০৮ ১৭:৪২:২৩
মহম্মদপুরে মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. হাফিজুর রহমান (৭২) আর নেই।

নিহত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নূরনাহার বেগম জানান, গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে হার্ড ও শ্বাসকষ্ট জনিত রোগ আক্রান্ত ছিলেন। হঠাৎ বাড়িতে তার অবস্থার অবনতি দেখা দিলে পরিবারের লোকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা, সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মন্ডলগাতী মক্তব মাদ্রাসা মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো। নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নয়ন বিশ্বাস।

মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুকুজ্জামান, রেজাউর রহমান রিজু, মো. হাবিবুর রহমান, শিক্ষক নুরুল হুদা খান, মরহুমের পুত্র আহাদ আলী প্রমূখ।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ওই দিন মন্ডলগাতী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও নানা শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/আগস্ট ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test