E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের ধাক্কায় মোটরবাইক চালক নিহত

২০২৩ আগস্ট ১০ ১৭:২৫:৩১
নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের ধাক্কায় মোটরবাইক চালক নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক মোটরবাইক চালক নিহত হয়েছে। বুধবার দিনগত রাতে শহরের মল্লিকা ইন হোটেল এলাকায় সাহাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে তার পবিারের কাছে হস্তান্তর করে। নিহত কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। এবং সে সান্তাহার পৌরসভায় চাকরি করতো। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী পান্না।

প্রত্যক্ষদর্শী সুমন ও সৈকতসহ আরও অনেকে বলেন, আমরা পাশে কাজ করছিলাম। ঘটনার সময় আব্দুল কুদ্দুস নওগাঁ থেকে সান্তাহারের দিকে আসার সময় সান্তাহারের দিক থেকে লাইট বিহীন একটি বেপরোয়া গতির ট্রাক্টর নওগাঁর দিকে যাচ্ছিল। ট্রাক্টরের লাইট বুঝতে না পেরে মোটরবাইকের আরোহী ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরবাইক চালক কুদ্দুস নিহত হয়।

এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকেই মরহেদ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(বিএস/এসপি/আগস্ট ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test