E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয়  সংখ্যালঘুদের ওপর ফের হুমকি থানায় অভিযোগ

২০১৪ অক্টোবর ৩১ ১৭:২১:০৮
নওগাঁয়  সংখ্যালঘুদের ওপর ফের হুমকি থানায় অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগর উপজেলার হরিপুর গ্রামের সংখ্যালঘু হিন্দুদের গ্রাম ছাড়া করাসহ আবারো হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবাদমান পুকুরে মাছ ধরতে এসে পার্শ্ববর্তী আমগ্রামের মুল বিবাদী আব্দুল খালেকের ভগ্নিপতি রতন ৬/৭ জন সঙ্গীদের সঙ্গে এনে এমন হুমকি দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এব্যাপারে রানীনগর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

গত ২০ অক্টোবর ও ২৭ অক্টোবর দুই দফায় গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্যদের মারপিট ও নারীদের বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটানোর বিষটি এলাকার সংখ্যালঘুদের মাঝে আত্কং ছড়িয়ে পড়ে। এব্যাপারে ২১ অক্টোবর সংখ্যালঘু রুপচাঁদ প্রামানিক রানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ক্ষিপ্ত হয়ে ২৭ অক্টোবর ফের তারা হামলা চালায়। পরবর্তীতে সংখ্যালঘুদের বিরুদ্ধেও একটি পাল্টা মামলা করে তারা। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসির বিরুদ্ধেও প্রভাবশালী বিবাদী পক্ষটি বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে। সঠিকভাবে মামলার তদন্ত করতে গেলে এবং আসামী গ্রেফতার করতে গেলে পুলিশ হিন্দুদের পক্ষ নিয়ে কাজ করছে এমন অপপ্রচার শুরু করেছে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রানীনগরের ইউএনওর অফিস কক্ষে থানার ওসি, উপজেলা চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষকে ডেকে মামলাগুলির নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিবাদমান পুকুরে মাছ মারা নিষেধ করা হয়। শুধু মাত্র পুকুরে মাছের খাদ্য দেয়ার মৌখিক নির্দেশ দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় রতন তার লোকজন নিয়ে জোড় করে পুকুরের মাছ মেরে নিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।

(বিএম/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test