E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজারহাটে তিস্তার পানি বিপদৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

২০২৩ আগস্ট ১৫ ১৬:৩৯:৩৩
রাজারহাটে তিস্তার পানি বিপদৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও আমন ধানের খেত। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৯টা থেকে কাউনিয়া তিস্তা সেতু পয়েন্টে তিস্তার পানির এ দৃশ্য দেখা গেছে। পানি বেড়ে যাওয়ায় রাজারহাট উপজেলার ১০টি গ্রামসহ ও চর প্লাবিত হতে শুরু করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, মঙ্গলবার(১৫আগষ্ট) সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমার নিচে চলে আসবে।

রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রামের কৃষক নজর আলী (৬৭), শহিদুল ইসলাম(৪৫) বলেন, তাদের বাড়িতে নদীর পানি ঢুকে পড়ায় আজ (মঙ্গলবার) সকালে গরু-ছাগল নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। এ ছাড়া তার ৮ বিঘা জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে বলেও জানান তিনি।

২ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ছে জানিয়ে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক বলেন, তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমার ইউনিয়নে নদী তীরবর্তী ৬টি গ্রাম ও চর প্লাবিত হয়েছে। এসব এলাকায় ২ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ছেন। প্লাবিত গ্রামের পরিবারগুলোর খোঁজ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

(পিএস/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test