E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে জাতীয় শোক দিবস পালন

২০২৩ আগস্ট ১৫ ২২:০৮:৩১
যশোরে জাতীয় শোক দিবস পালন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে শহরের বঙ্গবন্ধু ম্যাুরালে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য অর্পণ করেছে সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও তাদের অঙ্গ সংগঠন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এই পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার , জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের পক্ষে দলটির সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সিভিল সার্জন অফিসের পক্ষে ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ,যশোর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ, যশোর মেডিকেল কলেজ সমিতি, স্বচিপ, সার্জন ওয়েলফেয়ার সোসাইটি, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের পক্ষে সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম চাকলাদার রেন্টু, পৌর আওয়ামীলীগের পক্ষে সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক কাজী নওশাদ পল্লবের নেতৃত্বে ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখা ছাত্রলীগ, যশোর সরকারি সিটি কলেজ, ছাত্রলীগ সিটি কলেজ শাখা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিকলীগ, প্রেসক্লাব যশোরের পক্ষে জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষে মনোতোষ বসু, যশোর সংবাদপত্র পরিষদ, দৈনিক সমাজের কথা, দৈনিক কল্যাণ, স্পন্দন, গ্রামের কাগজ, যশোর ইনস্টিটিউট, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তর, সড়ক ও জনপথ, জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এল.জি.ই.ডি, জেলা ডাক বিভাগ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা গণপূর্ত অধিদপ্তর, জেলা সামাজিক বন বিভাগ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কৃষিবিদ ইনস্টিটিউট, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১, বিআরটিএ যশোর, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস যশোর, জেলা প্রাণি সম্পদ বিভাগ, যশোর বিমানবন্দর, যশোর সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, শিল্পকলা একাডেমি, জয়তী সোসাইটি, জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, উপশহর কলেজ, যশোর কালেক্টারেট স্কুল, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর সরকারি কলেজ, হামিদপুর আল হেরা কলেজ, যশোর পলিটেকনিক ইন্সটিটিউট, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনেলজি, নবকিশলয় স্কুল, বিমান বন্দর মাধ্যমিক বিদ্যালয়, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা, আশা যশোর, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড, জাগরণী চক্র ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর, ইসলামী ফাউন্ডেশন যশোর, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি,রেড ক্রিসেন্ট যশোর, অর্পণ মানব কল্যাণ সংস্থা যশোর, আইইবি, সিটি প্লাজা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা, পূজা উদযাপন পরিষদ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া শহরে সারাদিন বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন।

(এসএ/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test