E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই: অসীম উকিল

২০২৩ আগস্ট ১৫ ২২:২০:৪২
শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই: অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-০৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, যাদের পরিকল্পনায় ও যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তারা আজও চায়নি স্বাধীন বাংলাদেশ, মেনে নিতে পারে না লাল সবুজের পতাকা। ১৯৭২ সালের সংবিধানকে বারবার পরিবর্তন করে দেশকে কখনো ইসলামিক রাষ্ট্র আবার কখনো গণতান্ত্রিক পদ্ধতি নষ্ট করে স্বৈর শাসন পরিচালনার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন একমাত্র রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি দেশকে নিয়ে এবং দেশের মানুষকে নিয়ে ভাবেন। ফোটাতে চান মানুষের মুখে হাসি। সকল ধর্ম বর্ণের মানুষ যেমন মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন, তেমনি সকল ধর্ম বর্ণের মানুষ যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে সম্প্রীতির সাথে চলবেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবেন।

অসীম কুমার উকিল আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। তাই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্য আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী আসনে বসাতে হবে। মনে রাখবেন নৌকা যার আমরা তার। আমরা এখানে ইচ্ছা করলেই কারো হাতে নৌকা তুলে দিতে পারবনা। শেখ হাসিনা যার হাতেই নৌকা তুলে দেবেন, আমরা তাকে নিয়েই নৌকার বিজয় নিশ্চিত করব। নেত্রকোনা-০৩ আসনসহ ময়মনসিংহ বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশিদের উদ্দেশ্যে তিনি বলেন, মনোনয়ন নিয়ে তৃণমূল পর্যায়ে কোন গ্রুপিং ও বিশৃংখলা করবেন না। এতে দল ও নৌকার বিজয়ের ক্ষতি হবে।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তের দাগ মেশানো মাটিতে দাঁড়িয়ে আমাদের সকলকে শপথ নিতে হবে আগামী নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করব। শপথ নিতে হবে আবারও বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র নায়কের আসনে বসাতে হবে।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গোলাপ, আবু বাক্কার ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, শহিদুল হক ফকির বাচ্ছু, তাজুল ইসলাম তাজু ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক তালুকদার কনক।

কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দিরে আলোচনা ও বিশেষ প্রার্থনা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অসীম কুমার উকিল বলেন, আসুন সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করি। তিনি বলেন, সকল ধর্মের বর্ণের মানুষের মনে রাখতে হবে, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন নিরাপদ বাংলাদেশ।

মন্দির কমিটির সভাপতি ডা. দিলীপ পোদ্দারের সভাপতিতে ও অনুকুল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা। আরও বক্তব্য রাখেন মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুসেন সাহা রায়।

আলোচনা শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক বিপুল উকিল।

(এসবি/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test