E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে শোক সভায় বাদল

নৌকা যিনিই পাবেন আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষেই থাকবো

২০২৩ আগস্ট ১৬ ১৮:২৮:৪২
নৌকা যিনিই পাবেন আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষেই থাকবো

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল বলেছেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নবীনগরে যিনিই 'নৌকা'র মনোনয়ন পাবেন, আমরা নৌকার সেই প্রার্থীর পক্ষেই সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো। নবীনগরের উন্নয়নে সকলে মিলে মিশে কাজ করবো।’

উপজেলা আওয়ামীলীগের দুই বারের সভাপতি সাবেক এই সাংসদ বলেন, 'কিছুদিন আগে গণভবনে বিশেষ বর্ধিত সভায় দলীয় সভেনেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন, প্রতিটি সংসদীয় এলাকায় যেই প্রার্থী সবচেয়ে বেশী গ্রহণযোগ্য ও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে, আমি সেই গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীকেই নৌকার মনোয়ন দেবো। এটিই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বঙ্গবন্ধুর সহচর, মরহুম সার্জেন্ট (অব) মুজিবুর রহমানের সন্তান, এলাকার জনপ্রিয় সাবেক এই সাংসদ আরও বলেন, 'আগামি সংসদ নির্বাচন হবে একটি কঠিন নির্বাচন। তাই নেত্রীর ইচ্ছে অনুযায়ি প্রতিটি এলাকায় আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতেই নৌকার মনোনয়ন দেয়া হলে, নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। সেইলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনেও জনপ্রিয়তায় শীর্ষে থাকা মনোয়ন প্রত্যাশী কোন প্রার্থীকে নৌকা'র মনোনয়ন দেয়া হলে, নবীনগরেও নৌকার বিজয় ইনশাল্লাহ শতভাগ সুনিশ্চিত হবে।’

তিনি (বাদল) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নবীনগর পৌর এলাকায় আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত চারটি শোক সভায় যোগ দিয়ে তাঁর বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা গুলো বলেন।

মঙ্গলবার সকালে প্রথমেই নবীনগর উপজেলা আওয়ামীলীগেরর দলীয় কার্যালয়ে নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি যোগ দেন।

এ অনুষ্ঠানে ফয়জুর রহমান বাদল সভাপতিত্ব করেন। নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, নবীনগর পৌরসসভার মেয়র এডভোকেট শিব শংকর দাশ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, সাবেক দুই সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাবেক ভিপি আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, সাবেক ভিপি বশির আহমেদ সরকার পলাশসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানের পর পৌর এলাকার আলীয়াবাদ খেলার মাঠে অনুরূপ আরেকটি শোক সভায় 'প্রধান অতিথি' হিসেবে যোগ দেন সাবেক সাংসদ ফয়জুল রহমান বাদল।

নবীনগর পৌরসভার ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এই শোকসভাটি অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জিএস হাজ্বী খাইরুল আমীন এতে সভাপতিত্ব করেন। এখানে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। শোকসভা শেষে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

এরপর পৌর এলাকার ভোলাচংয়ে মেয়র শিব শংকর দাসের পৃষ্টপোষকতায় স্থানীয় ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত আরেকটি শোকসভায় 'প্রধান অতিথি' হিসেবে যোগ দেন ফয়জুর রহমান বাদল। ওই শোক সভায় সভাপতিত্ব করেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফয়সাল। এখানেও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শোকসভা শেষে ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
সবশেষে দুপুরের পর নবীনগর পশু হাসপাতাল সংলগ্ন মাঠে নবীনগর পৌরসভার ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত শেষ শোকসভাতেও 'প্রধান অতিথি' হিসেবে যোগ দেন ফয়জুর রহমান বাদল।

সাবেক ছাত্র ও যুবনেতা, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিক এতে সভাপতিত্ব করেন। এই শোক সভাতেও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

শোকসভা শেষে ১৫ আগস্ট নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কাঙালি ভোজে নেতৃবৃন্দসহ সকলে অংশ নেন। দিনভর অনুষ্ঠিত এসব শোকসভাতে প্রচন্ড বৃষ্টির মধ্যেও ফয়জুর রহমান বাদলের অনুসারী দলীয় নেতা কর্মী ও সমর্থকদেরকে স্বতস্ফুর্তভাবে যোগ দিতে দেখা যায়।

(জিডি/এসপি/আগস্ট ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test