E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে সাঈদী ইস্যুতে পদ হারালো জেলার সাংগঠনিক সম্পাদক মারুফ

২০২৩ আগস্ট ১৯ ১৪:৪৩:০৮
যশোরে সাঈদী ইস্যুতে পদ হারালো জেলার সাংগঠনিক সম্পাদক মারুফ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় যশোর জেলা ছাত্রলীগরে সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছ। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকিট পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন কারণ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেয়।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে অজীবন কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসনে তার ফেসবুকে সাঈদীর ছবি সংবলিত সংবাদ কার্ড শেয়ার করেন। একইসঙ্গে তার মাগফিরাত কামনা করে আবেগঘন স্টাটার্স শেয়ার করেন। এর পর থেকে যশোরে আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতার পোস্টটি স্ক্রিনশট দিয়ে সমালোচনা ও বহিস্কারের দাবি তোলেন। তবে কয়েক ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মারুফ আবার সেই পােস্টটি মুছে ফেলেন। এমনকি তার আইডির প্রোফাইল পিকচারও পরিবর্তন করে রাখেন।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, গত ১৩ আগস্ট আমার ফেসবুক আইডি হ্যাক হয়। পরে আমার বন্ধুরা জানান হ্যাককৃত আইডি থেকেই সাঈদীকে নিয়ে পোস্ট করা হয়েছে। গতকাল রাতে আমার আইডিটা ফেরত পেয়েছি। এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানাতে জিডিও করেছি।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

(এসএমএ/এএস/আগস্ট ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test