E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নানা আয়োজনে সাহিত্যঘর গণগ্রন্থাগার’র জাতীয় শোক দিবস পালন 

২০২৩ আগস্ট ১৯ ১৬:২৭:০৭
নানা আয়োজনে সাহিত্যঘর গণগ্রন্থাগার’র জাতীয় শোক দিবস পালন 

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্যঘর গণগ্রন্থাগার কর্তৃক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০ টায় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিনব্যাপী চলে এই আয়োজন।

সাহিত্যঘর গণগ্রন্থাগার সহ মোট ৪ টি কেন্দ্রে একইসাথে শুরু হয় চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি প্রতিযোগিতা। তিন ধাপে মোট প্রতিযোগী সংখ্যা প্রায় দুই শতাধিক। প্রতিযোগিতার হল পরিদর্শন করেন সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পৃষ্ঠপোষক তিলক বড়ুয়া, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, শিক্ষক বিভাষ বড়ুয়া, উপেল বড়ুয়া, শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, সংগঠক মৃণাল বড়ুয়া, সাংবাদিক সোয়েব সাঈদ, তরুণ সংগঠক অর্ক বড়ুয়া, জিৎময় বড়ুয়া প্রমুখ।

দুপুর ১২ টায় সকল প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে ফলাফল তৈরির কার্যক্রম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক ও চিত্রশিল্পী সঙ্গীত বড়ুয়া ও চম্পক বড়ুয়া। রচনা প্রতিযোগিতার ক বিভাগে শিক্ষক রূপম কুমার দাশ ও উপেল বড়ুয়া এবং শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, খ বিভাগে অধ্যাপক নীলোৎপল বড়ুয়া বিচারকের দায়িত্ব পালন করেন৷ বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষিকা মানসী বড়ুয়া। তিনটি প্রতিযোগিতার সকল গ্রুপে ১ম, ২য়, ৩য় সহ সর্বমোট ৫০ জনকে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহ্'মিদা মুস্তফা, রামু, কক্সবাজার। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত গেয়ে আলোচনা পর্ব শুরু করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যঘর গণগ্রন্থাগার এর উপদেষ্টা কবি ও শিশুতোষ লেখক মানিক বৈরাগী, বিশিষ্ট সাংবাদিক খালেদ শহীদ, লেখক ও অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও এলজিইডি কর্মকর্তা তিলক বড়ুয়া, সাহিত্যঘর গণগ্রন্থাগার এর শুভাকাঙ্ক্ষী শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, সংগঠক ও ইউনিয়ন পরিষদ সচিব মৃণাল বড়ুয়া, শিক্ষক রূপম কুমার দাশ ও জসিম উদ্দিন। আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে সমাজ পরিবর্তনে সাহিত্যঘর গণগ্রন্থাগার এর ভূমিকা আলোচনা করেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করে শুভকামনা করেন।

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থায়ী কমিটির সভাপতি রিমন বড়ুয়া'র সভাপতিত্বে এবং সহ-প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাঈদী'র সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া বলেন, "আমাদের এই যাত্রা বইকে ঘিরে, আমরা বই নিয়ে কাজ করতে চাই। আমাদের এই যাত্রায় আমরা যাদের পাশে পেয়েছি তাঁদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। সাহিত্য প্রবাহিত হোক, পৃথিবী বইয়ের হোক এই আমাদের শ্লোগান। আমরা বিশ্বাস করি, সকলের সহযোগিতায় সাহিত্যঘর গণগ্রন্থাগার একদিন সকল স্বপ্ন পূরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে।" সাহিত্যঘর গণগ্রন্থাগার এর অন্যতম সদস্য সুমন্ত বড়ুয়া বিজয়ীদের নাম ঘোষণা করে এবং সকল বিজয়ী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্যঘর গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদ এবং উপজেলা প্রশাসন, রামু, কক্সবাজার। প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী'র পুরস্কার প্রদান করা হয় সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য তিলক বড়ুয়া'র সৌজন্যে। সাহিত্যঘর গণগ্রন্থাগার এর আয়োজনে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া, সহ-প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাঈদী, কার্যকরী সদস্য সুমন্ত বড়ুয়া, কলি বড়ুয়া, তাহিয়ান কামাল, মোবারক হোসেন, সূর্য্যয় বড়ুয়া শুভ, প্রবাহিকা বড়ুয়া মেধা, বিজয় বড়ুয়া, জিয়াউল কবির মোরাদ, ঈশান বড়ুয়া, মুশফিকুল ইসলাম সিফাত ও প্রচ্ছদ বড়ুয়া অংকন।

(পিআর/এসপি/আগস্ট ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test