E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যারা নর্দমার কিট তাদের নজরটা নর্দমাতেই থাকে’

২০২৩ আগস্ট ১৯ ১৭:৫০:৪৪
‘যারা নর্দমার কিট তাদের নজরটা নর্দমাতেই থাকে’

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : ‘বিএনপির তো ভালো কোনো কিছু চোখে পড়ে না। যারা একেবারে নর্দমার কিট তাদের নজরটা নর্দমাতেই থাকে। যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিলো, যারা আমাদের সর্ব উচ্চ শিক্ষা অঙ্গনে অস্ত্রের ঝনঝনানি নিয়ে এসেছিলো, আজকে সর্বউচ্চ শিক্ষা অঙ্গন নিয়ে অমর্যদাকর মন্তব্য তাদের মুখেই শোভা পায়।’ 

আজ শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় এ সব মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮শ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ এইচ এম আহসান হাবীব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আলোচনা সভা শেষে ৫০০ শ অসহায়, দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে মন্ত্রী নিজে রোগী দেখে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্পে ২৮ জন ডাক্তার সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য সেবা দিচ্ছেন।

এ সময় সাংবাদিকদের সাথে এক ব্রিফিং এ শিক্ষামন্ত্রী বলেন, দেশে আইন আছে, নির্বাচনী আইন আছে, যথাযথভাবে গঠিত আইন অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন আছে, সমস্ত আইন-কানুন আছে, সেই আইন-কানুনের ভিত্তিতে যেভাবে একটা নির্বাচন হওয়ার কথা ঠিক সেভাবেই একটি নির্বাচন হবে। আইনের বাইরে গিয়ে কোন কিছু করবার সুযোগ নেই। যে তত্ত্বাবধায়কের কথা বিএনপি বলছে এক সময় তাদের নেত্রী এটাকে উদ্ভট আইডিয়া বলে পরিহাস করেছিলেন এবং বলেছিলেন শিশু বা উন্মাদ ছাড়া আর কেউ নিরপেক্ষ হতে পারেন না। গণতন্ত্র ও মানুষ হত্যাকারী যারা মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা নেই। বিএনপি-জামাত অপশক্তিকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। আগামীতেও দেশের সাধারণ মানুষ তাদের আবার প্রত্যাখ্যান করবেন। মানুষ দেশের উন্নয়ন চাই, আগুন সন্ত্রাস চাই না।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার আশে পাশের মানুষের কাছে দায়বদ্ধতা থেকে সেবামূলক যে কাজ শুরু করেছে সেজন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

(এসএ/এসপি/আগস্ট ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test