E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমি নিয়ে বিরোধের জেরে হামলায় মা-শিশুসহ আহত ৩

২০২৩ আগস্ট ১৯ ১৮:৪৮:২৯
জমি নিয়ে বিরোধের জেরে হামলায় মা-শিশুসহ আহত ৩

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মা, ৯ মাসের শিশুসহ তিনজন হামলার শিকার হয়েছেন। 

এই ঘটনায় শুক্রবার (১৮ আগস্ট) রাতে শিশুর মামা সজিব বেপারী বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। রাতেই জহুরা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামের মৃত মোতালেব হাওলাদারের দুই ছেলে সোনা মিয়া হাওলাদার ও সিরাজুল হাওলাদার।
দীর্ঘ দিন ধরে দুই ভাই এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সোনা মিয়া ও তার মা জহুরা বেগমের সহযোগিতায় সিরাজুলের ঘরে প্রবেশ করেন।

এ সময় সিরাজুলের স্ত্রী রিমনী বেগম, তার ৯ মাসের ছেলে সাজিদ ও ভাগ্নী ইতি মনিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সোনা মিয়া ও তার মা। পরে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । পরে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ৯ মাসের শিশু সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় শিশুটির মামা সজিব বেপারী বাদী হয়ে তিনজনের নামে মামলা করলে শুক্রবার রাতে অভিযুক্ত জহুরা বেগমকে গ্রেফতার করে পুলিশ। অপর দুই আসামি ঘটনার পর থেকে পলাতক আছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিশু ও তার মাসহ তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেফতার হলেও বাকিদের ধরতে অভিযান চলছে।

(এএসএ/এসপি/আগস্ট ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test