E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে পেঁয়াজের বাজার চড়া, ভোক্তা অধিদপ্তর নিরব

২০২৩ আগস্ট ২১ ১৮:৩৮:০৫
যশোরে পেঁয়াজের বাজার চড়া, ভোক্তা অধিদপ্তর নিরব

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে রাতারাতি পেঁয়াজের বাজার চড়া হতে শুরু করেছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ হিমশিম খাচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকায় থাকা এই পেঁয়াজ কিনতে গিয়ে। হঠাৎ করে বাজার দর বৃদ্ধি পাওয়াতে হয়রানির শিকারও হতে হচ্ছে তাদের। এদিকে নিয়মিত বাজার মনিটরিং না থাকাতে অসাধু ব্যবসায়িরা সিন্ডিকেট গড়ে তুলেছে। যার ফলে একদিকে যেমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পাইকারি বিক্রেতাদের অন্য দিকে বিপাকে পড়ছে হচ্ছে খুচরা বিক্রেতাদেরও। তবে বাজার দর যাচাই করে দেখা গেছে শুধু পেঁয়াজের দাম বৃদ্ধি পায় নি। মাছ, মাংস, ডিম, আলু,রসুন সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যে কারণে সাধারণ শ্রমজীবী মানুষ তাদের খাদ্য চাহিদা পুরোপুরি পূরণ করতে পারছেন না।

বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে ধরা হচ্ছে ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করা হত সেই পেঁয়াজ আমদানিতে ৪০ শতাংশ শুল্ককর আরোপ করা হয়েছে। যার ফলে গত রবিবার থেকে বেনাপোল স্থলবন্দর পথে ভারত থেকে যশোরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। দেশি পেঁয়াজ বাজারে ছাড়ছেন না ছোট বড় ব্যবসায়িরা। সব মিলিয়ে কৃত্রিম সংকট তৈরির প্রথম পর্যায়ে রয়েছে যশোরে পেঁয়াজের বাজার। গত ২ দিন আগে যশোরে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছিলো ৬৫ থেকে ৭০ টাকা। এখন সেটির বাজার দর ৭৫ থেকে ৮০ টাকা। যা খুচরা বিক্রি করা হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা। অন্যদিকে আমদানি নির্ভর ভারতীয় মোটা পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছিলো ৪৫ থেকে ৫৫ টাকা। বর্তমানে সেটির বাজার দর ৬৫ থেকে ৭০ টাকা কেজি।

যশোর বড় বাজারে কাঁচা তরকারি কিনতে আসা আড়পাড়া এলাকার রহিমা বেগম বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। আগে ১০০ টাকায় ২ কেজি কিনতে পারতাম। এখন ২ কেজি কিনতে ১৪০ টাকা লাগে।

পাইকারি বিক্রেতা হাবিবুর রহমান বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে দাম একটু কম হয়। এখন পোর্টে ভ্যাট বাড়িয়ে দিয়েছে। তারা যেমন দামে কিনছেন তেমন দাম ধরে বিক্রি করছেন। তাদের কিছুই করার নেয়।

খুচরা বিক্রেতা তামিম হোসেন বলেন, পেঁয়াজের দাম বাড়াতে কেনা বিক্রি কম। তারাও আগের তুলনায় অর্ধেক পেঁয়াজ কিনে আনছেন।

বাজার নিয়ন্ত্রণে কোন ধরণের পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে জানার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের অফিসিয়াল কন্টাক নম্বরে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বলেন, দ্রুত সময়ের মধ্যে টিম গঠন করে বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হবে।

(এসএ/এসপি/আগস্ট ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test