E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে শোক সমাবেশে মেয়র জাকিরকে এমপি মনোনয়নের দাবি

২০২৩ আগস্ট ২২ ১৮:১৪:২৪
বড়াইগ্রামে শোক সমাবেশে মেয়র জাকিরকে এমপি মনোনয়নের দাবি

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণ ও শ্রদ্ধান্তে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর চত্বরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি জুলফিকার মতিন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, প্রধান বক্তা হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র বারেক সরদার, জাসদের জেলা সভাপতি মহিবুর রহমান, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আজাদ দুলাল, নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, খোকন মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শোক সমাবেশে ৫ সহস্রাধিক লোকের সমাগম হয়। সেখানে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বারবার একই ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বড়াইগ্রাম থেকে ৩ বারের নির্বাচিত মেয়র, বিএনপি-জামায়াত বাহিনী দ্বারা নৃশংসভাবে খুন হওয়া সাবেক উপজেলা আ’লীগের সভাপতি শহীদ ডা. আয়নুল হকের সন্তান অধ্যাপক কেএম জাকির হোসেনকে এমপি হিসেবে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

(এডিকে/এসপি/আগস্ট ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test