E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

২০২৩ আগস্ট ২২ ১৯:৪৮:১৭
যশোরে পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বিডি হলে এই আলোচনা সভার আয়োজন করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরি, যশোর জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনজার্জ তাজুল ইসলাম।সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগে পিছু পা হব না। কোনো দুষ্কৃতিকারি মুক্তিযুদ্ধের চেতনা ভূলন্ডিত করতে চাইলে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন,' বঙ্গবন্ধু সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সকলকে এক যোগে কাজ করতে হবে।'

(এসএমএ/এএস/আগস্ট ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test