E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগ্নেয়াস্ত্র জব্দ

যশোরে ২৫ মামলার আসামি ভাইপো রাকিবসহ গ্রেফতার ৫

২০২৩ আগস্ট ২৩ ১৭:৩৩:৩৬
যশোরে ২৫ মামলার আসামি ভাইপো রাকিবসহ গ্রেফতার ৫

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে আলোচিত সন্ত্রাসী ২৫ মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিবসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সিপিসি-৩, র‍্যাব-৬, যশোর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই সব আসামি আটকসহ তাদের কাছে থাকা আগ্নেয়স্ত্র জব্দ করেছে। এ সময় একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে যশোর, গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই সব আসামিদের গ্রেফতার করা হয়। বুধবার (২৩ আগস্ট) দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটক আসামিরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫টি মামলার আসামি মো: রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পেের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিং এ জানান, মঙ্গলবার দিবাগত (২৩ আগস্ট) রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশী- বিদেশী আগ্নেয়স্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিদের মধ্যে অন্যতম আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়াও তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। অন্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের তাদের কাছে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা, ও বিষ্ফোরক আইনেও মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সাথে নিয়ে একযোগে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

(এসএ/এসপি/আগস্ট ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test