E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে পাল্টা প্রস্তুতি সভা করেছে ছাত্রলীগের শোকজ নোটিশ পাওয়া ১০ নেতা

২০২৩ আগস্ট ২৭ ১৯:০৩:২৬
যশোরে পাল্টা প্রস্তুতি সভা করেছে ছাত্রলীগের শোকজ নোটিশ পাওয়া ১০ নেতা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ১লা সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশের আয়োজন করবে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সেই ছাত্রসমাবেশ সফল করতে যশোরে পাল্টা প্রস্তুতি সভার আয়োজন করেছে জেলা ছাত্রলীগের একাংশ।

গত শুক্রবার জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভায় উপস্থিত না হওয়ায় ১১ নেতাকে শোকজ করা হয়েছে। এই শোকজের প্রতিবাদে আজ রোববার দুপুর ১২ টায় গাড়িখানা রোডে জেলা আ'লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে পাল্টা প্রস্তুতি সভা করে শোকজ নোটিশ পাওয়া ১০ ছাত্রলীগ নেতা।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রনি হাওলাদার, কায়েস আহমেদ রিমু, আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাকিবুল আলম, ফাহমিদ হুদা বিজয় প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কায়েস আহমেদ রিমু সঞ্চালনা করেন রিফাতুজ্জামান রিফাত ও আসাদুজ্জামান আসাদ।

এ সময় নেতারা তাদের শোকজ করার বিষয়ে মন্তব্য করে বলেন, সভাপতি সম্পাদক পরিকল্পিত ভাবে তাদেরকে শোকজ করেছে। কোনো মাদকসেবী, বিএনপি জামায়াতের আশ্রয় প্রশয় দাতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মানেন না। তারা জেলা আ'লীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে সর্ববৃহৎ ছাত্রসমাবেশে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হওয়ার কথা ব্যক্ত করেন।

(এসএ/এসপি/আগস্ট ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test