E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ভূমি দস্যুর হাত থেকে বাঁচতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

২০২৩ আগস্ট ২৮ ১৬:১১:২৭
যশোরে ভূমি দস্যুর হাত থেকে বাঁচতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামে হিন্দু সম্প্রদায় ভূমি দস্যুর হাত থেকে বাঁচতে মানববন্ধন করেছে। আজ সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন করা হয়। আরবপুর ইউনিয়নের বহুল আলোচিত ভূমিদস্যু আব্দারের দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও তাকে  আটক পূর্বক শাস্তির দাবি করে ভুক্তভোগী ৩০ হিন্দু পরিবারের সদস্যরা। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নয়ন রায় মাধাই, উজ্জল, বিশ্বসহ ভূক্তভূগী পরিবারের শতাধিক সদস্য।

মানববন্ধনে হিন্দু পরিবারের সদস্যরা বলেন, আরবপুরের ভেকুটিয়া মিস্ত্রি পাড়া এলাকায় ৩০-৩৫ টি পরিবারের জমি জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা করছে আব্দার নামের এক ব্যক্তি। তিনি জমির কাগজ পত্র জাল জালিয়াতি করে নিজের নামে লিখে নিচ্ছেন। পরবর্তীতে প্রভাব বিস্তার করে সেই জমি দখলে নেওয়ার পায়তাড়া চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে সাহায্য করছে বলেও দাবি করা হয়। জোর পূর্বক জমি দখল ও বাউন্ডারি ভাঙ্গার চেষ্টার সময় হিন্দু পরিবারের সচেতন ছেলে মেয়েরা বাঁধা দিলে তাদের ২১ জনের নামে ২২ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়েছে। যেকারণে এই সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের সদস্যরা হয়রানির শিকার হচ্ছে এবং নিজেদের জমি হারাতে বসেছে। মিথ্যা চাঁদাবাজির মামলায় আটকের ভয়ে পরিবারের অধিকাংশ সদস্যরা ঘর ছাড়া।

ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে দিপক রায় বলেন, আব্দার তাদের হিন্দু সম্প্রদায়ের ৩০-৩৫ টি পরিবারের জমি জোর পূর্বক দখল করে নিচ্ছে। তার বিচারের দাবিতে তারা এই মানববন্ধন করছেন।

প্রিয়া রাণী বলেন, সে সরকারি মাইকেল মধুসূদন কলেজে বিবিএ তে পড়াশুনা করেন। তার নামেও চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। এতে করে তার শিক্ষা জীবন ও পরবর্তী কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি দাবি করেছেন। আব্দার তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে চলেছে। হয়রানি থেকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভূমিদস্য আব্দারের বিচারের দাবি তাদের রাস্তায় নামা।

(এসএ/এসপি/আগস্ট ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test