E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে এগিয়ে চলছে মানসম্মত প্রাথমিক শিক্ষা

২০২৩ আগস্ট ৩০ ১৪:১৭:৫৫
মহম্মদপুরে এগিয়ে চলছে মানসম্মত প্রাথমিক শিক্ষা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে এগিয়ে চলছে মানসম্মত প্রাথমিক শিক্ষা। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাছের বেগ’র প্রচেষ্টায় কোমলমতি শিশুদের মুখে এখন হাসি। তিনি মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিনোদপুর, তল্লাবাড়িয়া,ডুমুরশিয়া, বাবুখালী ও নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ  ৫টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি বিদ্যালয় গুলোর উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ফুলের বাগানের শুভ উদ্বোধন ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ অভিভাবকদের বসার স্থান 'প্রতীক্ষা' এর শুভ উদ্বোধন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ অন্যান্য আইসিটি উপকরণ, ড্রামসেট, ক্রীড়া সামগ্রী, স্কুল ব্যাগ বিতরণ।

কাব কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতা ও উৎসাহিতকরণ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের শুভ উদ্বোধন। বিদ্যালয়ে মিড ডে মিল চালুকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। মঙ্গলবার দুপুরে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ফুলের বাগান ‘পারিজাত’ এর শুভ উদ্বোধন। বৃক্ষরোপণ অভিভাবকদের বসার স্থান “অপেক্ষা” এর শুভ উদ্বোধন। বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর, ক্রীড়া সামগ্রী, ড্রামসেট ও স্কুল ব্যাগ বিতরণ বিদ্যালয়ে মিড ডে মিল চালুকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। বিকালে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এস. এম সিরাজুদ্দোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তৈয়েবুর রহমান তুরাপ, প্রধান শিক্ষক কবিরুল হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিভাবক শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন যে, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই মাগুরা জেলার প্রাথমিক শিক্ষাকে আরও ফলপ্রসু করার জন্য ইতোমধ্যে জেলার সবকয়টি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দফা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া ১৬টি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের জন্য প্রশাসনের উদ্যোগে Smart Schooling Platform of Magura (SSPM) নামক একটি সফটওয়্যার তৈরি হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয় গুলোকে সহজেই মনিটারিং করা যাবে বলে জানা গেছে।

(বিএসআর/এএস/আগস্ট ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test