E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মরণ সভা

২০২৩ আগস্ট ৩০ ১৮:৫১:২১
যশোরে শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মরণ সভা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৫তম হত্যাবার্ষিকীতে তার স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে যশোরের সাংবাদিক ও সুশীল সমাজ। পরে দোয়া মাহফিল ও স্মরণ সভা করা হয়। আজ বুধবার সাংবাদিকদের সংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করে শহরের বেজপাড়া চার খাম্বার মোড়ের মরহুমের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক মুকুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। এ হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, আইনী জটিলতা কাটিয়ে দ্রুত সাংবাদিক মুকুল হত্যার বিচার নিশ্চিত করা হোক। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অবিলম্বে বিচারের মধ্যদিয়ে সাংবাদিক মুকুলের খুনীদের ফাঁসির মঞ্চে দাড় করানোর দাবি জানানো হয়।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। পরে সাংবাদিক ইউনিয়ন যশোর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান। সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন যশোরের দৈনিক রানারের তৎকালীন সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। দীর্ঘ ২৫ বছরেও তার হত্যাকারিদের চিহ্নিত করে বিচারের আওয়াতায় আনা সম্ভব হয়নি।

(ওএস/এসপি/আগস্ট ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test