E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে আলোচনা সভা

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৯:১৭:২৩
সালথায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে আলোচনা সভা

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে পূজা মন্ডপ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের উপজেলা পরিষদের চত্বরসহ সালথা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরূপ কুমার সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ।

উল্লেখ্য, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।

হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উত্সবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।

(এএন/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test