E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনের আগে দলীয় ক্রোন্দল না বাড়িয়ে আ.লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শামীম হকের

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৯:২৪:৪৭
নির্বাচনের আগে দলীয় ক্রোন্দল না বাড়িয়ে আ.লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শামীম হকের

রিয়াজুল রিয়াজ ও দিলীপ চন্দ, ফরিদপুর : নির্বাচনের আগে দলীয় ক্রোন্দল না বাড়িয়ে জেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 

আজ বুধবার বিকাল ৩ টায় ফরিদপুর জেলাধীন বোয়ালমারী উপজেলার সাতৈরে অনুষ্ঠিত, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ আয়োজিত এক বিশাল যুব সমাবেশে তিনি এই আহবান জানান। উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।

সম্মানিত অতিথির বক্তৃতায় শামীম হক আরো বলেন, বঙ্গবন্ধু'র ফরিদপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এমন কোন অপশক্তি নেই যে, ভোটে আওয়ামী লীগকে হারাতে পারে। আওয়ামী সব সময় পরাজিত হয় ষড়যন্ত্রের কাছে, কোন অপশক্তির কাছে নয়। এই বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক করে শামীম হক আরো বলেন, আওয়ামী লীগ একটা বড় দল এই দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, নির্বাচনে মনোনয়ন দৌড়ের প্রতিযোগিতা থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এসবের নামে দলের শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না। এমনিতে অনেককেই রাজনীতির মাঠে দেখা না গেলেও, ঠিক নির্বাচনের আগে হঠাৎ করে কিছু অতিথি পাখির আগমন ঘটে, মনোনয়নও চাইতে আসে। সবই ঠিক আছে। এটা তাদের অধিকার। চাইতেই পারেন। কিন্তু.. এরই মধ্যে আবার কেউ কেউ দলীয় শৃঙ্খলা বিনষ্ট করার পায়তারা করে। দলের ভিতর পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করে। যা দুঃখজনক এবং অবশ্যই কাঙ্ক্ষিত নয়।"

শামীম হক আরো বলেন, আমি আশা করবো সময় থাকতে সবাই সতর্ক হোন। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। দিনশেষে আমরা সবাই শেখ হাসিনার, আমরা সবাই বঙ্গবন্ধু'র, আমরা সবাই নৌকার। অতিথি পাখিদের হারানোর কিছু নেই। কিন্তু শেখ হাসিনার নৌকা হারলে ব্যাথা আমাদের লাগবে। দুঃখ-কষ্ট আমরা পাবো। মনে রাখবেন, যদি কারো বিশৃঙ্খলার কারণে ফরিদপুরের কোন আসনে নৌকা হারে তবে কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমি আপনাদের প্রতি আস্থা রেখেই বলতে চাই, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাজানো বাগান ফল দেয়ার আগে নষ্ট করবেন না। অনেক কষ্ট করে তৃণমূল নেতৃবৃন্দের সহযোগিতায় ফরিদপুর জেলা আওয়ামী লীগকে শক্তিশালী করেছি। কোন বর্গি এসে ফরিদপুরের আওয়ামী লীগের সোনার ফসল ধ্বংস করুক, নষ্ট করুক সেটা ফরিদপুর জেলা আওয়ামী লীগ মেনে নিবে না। ফরিদপুর থেকে কোন আসন হাত ছাড়া হলে জবাব দিতে হবে আপনার আমার নেতা আব্দুর রহমান ভাইকে, জবাব দিতে হবে ফরিদপুর জেলা আওয়ামী লীগকে। আমরা কেউ কামনা করিনা, যে ফরিদপুর থেকে কোন আসন হাত ছাড়া হোক।"

স্থানীয় তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক আরো বলেন, "আওয়ামী লীগের মূল শক্তি আপনারা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। আপনার সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন শত্রুরা বিভিন্ন রুপে আছে, আমাদের ভিতরে বাইরে শত্রুর আনা গোনা। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। শেখ হাসিনার হাতকে শক্তিয়ালী করতে এবং উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প এদেশে একমাত্র শেখ হাসিনাই।" সুতরাং আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এবং সে অনুযায়ী সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।"

অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজীব, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান খান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জনি, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিরুল রশিদ চৌধুরী রিয়ানসহ ফরিদপুর জেলা ও বোয়ালমারী থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

(ডিসিআর/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test