E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় হরতালে ভাংচুর, ককটেল বিস্ফোরণ, আটক ৫

২০১৪ নভেম্বর ০২ ১৭:৩১:৪৪
বগুড়ায় হরতালে ভাংচুর, ককটেল বিস্ফোরণ, আটক ৫

বগুড়া প্রতিনিধি : ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রবিবার ঢিলেঢালা হরতাল চলাকালে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ মিছিল ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পিকেটিং করার অভিযোগে পুলিশ ৫জনকে আটক করেছে।

জানা যায়, রবিবার সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরের তিনমাথায় ঢাকা-বগুড়া মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করতে গেলে পুলিশ হরতাল সমর্থনকারীদের ধাওয়া করে। এসময় শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এছাড়া শহরের পিটিআই মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, খান্দার রোডে বিক্ষোভ মিছিল ও একটি ব্যাটারী চালিত অটোবাইকের গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বগুড়া শহরজুড়ে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমর্ড পুলিশ, র‌্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সড়ক-মহাসড়কে টহল দিচ্ছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ফায়জুর রহমান জানান, হরতাল চলাকালে ৫ জন পিকেটারকে আটক করা হয়েছে। বগুড়া শহরের মাটিডালি থেকে ৩ জন, কলোনী থেকে ১ জন ও পিটিআই মোড় থেকে ১জনকে আটক করা হয়েছে।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, শহরের তিনমাথায় মহাসড়ক অবরোধের সংবাদে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে শিবির কর্মিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

(এএসবি/অ/নভেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test