E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে ফাঁদসহ দুই শিকারী আটক

২০১৪ এপ্রিল ৩০ ১৮:৪৪:২৭
সুন্দরবনে ফাঁদসহ দুই শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে ৩০০টি হরিণ ধরা ছিঁটকা ফাঁদ ও একটি ট্রলারসহ দুই চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।
আটক শিকারীরা হলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার ছালাম বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাস ও বাদশা জমাদ্দারের ছেলে শহিদুল জমাদ্দার। বুধবার বিকেল ৪টার সময় তাদেরকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে আটক দুই শিকারীসহ ৫-৬ জন বনে ছিঁটকা ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় চরখালী বন ফাঁড়ির ভরপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে নিয়মিত টহলরত বনরক্ষীরা শিকারীদের ধাওয়া করে দুই জনকে আটক করে। বাকিরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনে তল্লাশী চালিয়ে ৩০০ টি ছিঁটকা ফাঁদ ও শিকারীদের ব্যবহৃত একটি ইইঞ্জন চালিত ট্রলার জব্দ করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামাল আহম্মেদ জানান, শিকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
(একে/এএস/এপ্রিল ৩০, ২০১৪)



পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test