E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে হরতালে তাঁতীরা ক্ষতির সম্মুখিন

২০১৪ নভেম্বর ০২ ১৭:৫৮:০১
শাহজাদপুরে হরতালে তাঁতীরা ক্ষতির সম্মুখিন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : জামায়াতের ডাকা হরতালে শাহজাদপুরের তাঁত শিল্প ও কাপড়ের হাটে ব্যাপক প্রভাব পড়েছে। দু’দিনের এ হরতালে প্রায় আড়াই’শ কোটি টাকার ক্ষতির আশংকা করছেন এখানকার তাঁতী ও ব্যবসায়ীরা। সপ্তাহে দু’দিন রবি ও বুধবার এখানে কাপড়ের হাট বসে থাকে। তাই রবিবার ছিল শাহজাদপুরে কাপড়ের হাট।

এ দিন সারাদেশ ব্যাপী হরতাল থাকলেও হরতাল মুক্ত ছিল শাহজাদপুর কাপড়ের হাট। হরতাল উপেক্ষা করে হাটে শাহজাদপুর ও এর পার্শবর্তী এলাকা থেকে তাঁতীরা তাঁতবস্ত্র নিয়ে হাটে উপস্থিত হলেও হাট ছিল প্রায় ক্রেতাশুন্য। তাই অনেক ব্যবসায়ীকে দোকানে শুয়ে ঘুমাতে দেখা গেছে। শাহজাদপুরের বিশিষ্ট সুতা ব্যবসায়ী সেলিম রেজা ও হাজী নজরুল ইসলাম জানান, হরতালের কারণে দুদিনে প্রায় আড়াই’শ কোটি টাকার ক্ষতির আশংকা দেখা দিয়েছে। ওই সুতা ব্যবসায়ীদের অভিমত তাঁতীরা তাদের উৎপাদিত তাঁতবস্ত্র যেকোন উপায়ে শাহজাদপুরে কাপড়ের হাটে বিক্রির জন্য নিয়ে আসলেও ক্রেতার অভাবে তা বিক্রি করতে না পাড়ায় তাঁতীদের প্রায় শুন্য হাতে বাড়ী ফিরে যেতে হয়েছে। একারণে এর প্রভাব পরে তাঁতবস্ত্র তৈরীর কাচামাল রং সুতার উপর। তাই হরতালের দিন সুতা ও রং ব্যবসায়ীদের বিক্রিও প্রায় শুন্যতে নেমে আসে।

গতকাল রবিবার শাহজাদপুর কাপড়ের হাটে গিয়ে কথা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের তাঁতী হাছান আলী, বেলকুচি উপজেলার বারপুর গ্রামের আব্দুল লতিফ ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের জহুরুল ইসলামসহ অনেকের সাথে। তাদের সবার সাথে আলাপ করে জানা গেছে, হরতাল থাকায় এদিন কেউ কেউ স্থানীয় বেপারীদের কাছে দু,এক জোড়া কাপড় বিক্রি করতে পাড়লেও অধিকাংশ ব্যবসায়ীদের কাপড় ছিল অবিক্রিত। তাই বাড়ী ফিরে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দিতে হবে তাদের মুলধন ভেঙ্গে। এদিকে রাজনৈতিক এই হরতাল শাহজাদপুরের হাটের উপর বিরূপ প্রভাব পড়ায় এই শিল্প খাতটি ঘিরে শাহজাদপুরে অর্থনৈতিক উন্নয়নের যে চাকা ঘুড়ছে সেটি বন্ধ হয়ে যেতে পারে এমনটি আশংকা ব্যক্ত করেছেন শাহজাদপুরের ক্ষুদ্র ও মাঝারী তাঁতীরা। খবর নিয়ে জানা গেছে, শাহজাদপুরের কাপড়ের হাটকে কেন্দ্র করে এখন ১৩টি সরকারি ও বেসরকারি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সাথে কথা বলে জানা গেছে রাজনৈতিক কারণে শাহজাদপুরে তাঁতবস্ত্র শিল্প ক্ষতির সম্মুখিন হলে এর প্রভাবও ব্যাংকগুলোর উপর পড়বে।

(এআরপি/অ/নভেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test