E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে কারাদন্ড প্রদান

২০১৪ নভেম্বর ০২ ১৮:০৯:৩০
সিংড়ায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে কারাদন্ড প্রদান

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পুলিশের পৃথক পৃথক অভিযানে আটক পাঁচজন মাদক ক্রেতা ও সেবী এবং একজন ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন।

রবিবার বেলা ১১টার দিকে সিংড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় আটকৃত ওই ছয়জনকে এই সাজা প্রদান করা হয়।

সিংড়া থানার এসআই সাইফুল ও এএসআই জুলফিকার আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ও রবিবার সকালে উপজেলা এবং পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক ক্রেতা ও সেবী এবং একজন ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে মাদক দ্রব্য আইন ১৯৯০ অনুযায়ী মাদক সেবন ও ব্যবসার দায়ে পৌর শহরের সরকার পাড়া মহল্লার হাজী আদেশ আলীর ছেলে মামুন (২৫) কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, ক্রেতা ও সেবনের দায়ে একই মহল্লার মৃত মজিদের ছেলে আজিজুল হাকিম কালু (৩০) ও আবদুল করিম (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, সিংড়া বাজারের নিতাই চন্দ্র কুন্ডুর ছেলে শ্রী উত্তম (২৮), পৌর শহরের নিংগইন মহল্লার মৃত আলীম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৪৫) কে ১ বছর করে বিনাশ্রম এবং উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া গ্রামের আমানের ছেলে রেজাউল করিম (৩৫)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

(এমএআর/এটিআর/নভেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test