E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে রাতের আঁধারে কৃষকের জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৭:৪৪:৩৩
শ্রীমঙ্গলে রাতের আঁধারে কৃষকের জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

মো. আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের বনগাঁও গ্রামের সুয়েব মিয়ার ফসলাদী জমি গতকাল রবিবার রাতের আঁধারে কে বা কাহারা কেটে ফেলে দিয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

কৃষক সুয়েব মিয়া উপজেলার বনগাঁর গ্রামের মো. মোমিন মিয়ার ছেলে। চলতি বছর শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন। পাশাপাশি তিনি সবজি চাষ করছেন। চলতি বছরে তিনি ১ একর ৫০ শতাংশ জমিতে তিন লক্ষাধিক টাকা ব্যয় করে শষা চাষ করেছেন। গতকাল রবিবার রাতের আঁধারে ৪৫ শতাংশ জমির শষা গাছগুলো কে বা কাহারা কেটে ফেলেছে।

ভুক্তভোগী কৃষক বলেন, আমি পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ নিয়ে সবজি চাষ শুরু করেছিলাম। অনেক স্বপ্ন ছিলো ফসল গুলো বড় হওয়ার পরে বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করবো এবং লভ্যাংশের টাকা দিয়ে আবারো বৃহৎ পরিসরে ফসল বপন করবো কিন্তু আমার ফসলি গাছগুলো কেটে দিলো দুর্ভিক্ষরা। গতবছরের শেষের দিকে আমার ফসলাদি জমির ফসল কেটেছে দুর্ভিক্ষরা এবারো আবার জমির ফসল নষ্ট করলো। আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দিবো যেনো সুষ্ঠ তদন্তের মাধ্যমে দুর্ভিক্ষদের বের করে উপযুক্ত শাস্তি দেয়া হয়।

ফসলাদী জমি কেটে ফেলার খবর পাওয়ার সাথে সাথে ফসলাদি জমি পরিদর্শন করতে আসেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বলেন, আমি আপনাদের পাশে আছি, প্রকৃত দোষীদের বের করে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো।

(এ/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test