E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কচুয়ায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক পেলেন ৪৮ ব্যক্তি

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৯:৩২:৩১
কচুয়ায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক পেলেন ৪৮ ব্যক্তি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট ও কচুয়া উপজেলার ৪৮ অসহায় দুস্থ্য ব্যাক্তি হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান ২৫ লাখ  টাকার চেক তুলে দিলেন বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। মঙ্গলবার দুপুরে বাগেরহাট  শহরের মিঠাপুকুর পাড়ে এমপি অফিসে অসহায় ও দুস্থ্যদের মাঝে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় আর্থিক অনুদান পাওয়া ব্যাক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শেখ তন্ময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদানের চেক বিতারন অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আসরাফি জেমস, বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম, শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিনসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, তাতীলীগসহ দলের অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এসএসএ/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test