E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে প্রাথমিকের ২৪ সালের প্রায় দেড় লাখ বইসহ উল্টে গেল ট্রাক

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৮:০৯:৫৬
টাঙ্গাইলে প্রাথমিকের ২৪ সালের প্রায় দেড় লাখ বইসহ উল্টে গেল ট্রাক

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বহনকৃত ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। গত বুধবার পৌর এলাকার পোষ্টকামুরীর শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৪৮ হাজার ৭৬৭টি বই দুটি ট্রাকে বুধবার সকালে মির্জাপুরে আসে। সকাল ৯টার দিকে বইগুলো শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত গুদামে রাখতে ট্রাকটি বিদ্যালয়ের রাস্তা দিয়ে যাচ্ছিল।

ওই বিদ্যালয়ের পাশে পৌঁছলে কংক্রিট রাস্তা ভেঙে পাশের পুকুরে উল্টে পড়ে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-৭৫০৬)। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরফুদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরফুদ্দিন আহমেদ বলেন, উল্টে যাওয়া ট্রাকটি থেকে সন্ধ্যা ৬টার দিকে বইগুলো উদ্ধারের কাজ শুরু হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, বইগুলো রক্ষার কাজ চলছে।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test