E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নারায়ণগঞ্জে শয়তানের নিঃশ্বাস ও পটাশিয়াম সায়ানাইডসহ গ্রেপ্তার ২

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৮:১৩:৩০
নারায়ণগঞ্জে শয়তানের নিঃশ্বাস ও পটাশিয়াম সায়ানাইডসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত নর্দার্ন ইউনিভার্সিটির এক অধ্যাপক হত্যা মামলার তদন্ত করতে গিয়ে শয়তানের নিঃশ্বাস (ডেভিল বৃথ) নামের এক মাদকের সন্ধান পেয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

রবিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

আটককৃতরা হলো, চাঁদপুর মতলবের নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমদ (৩০) ও বরিশালের বাবুগঞ্জের কাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব (৩২)।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, রূপগঞ্জের আলোচিত নর্দার্ন ইউনিভার্সিটির এক শিক্ষকের হত্যা মামলার রহস্য উদঘাটন করতে গিয়ে এ মাদকের সন্ধান পাওয়া যায়। এছাড়া আটককৃত শাকিলের সাথে ওই শিক্ষকের যোগাযোগ পাওয়া গেছে। শাকিল অনলাইনে স্পেশাল কিছু ড্রাগস বিক্রি করে। যার নাম স্কোপোলামিন, কিন্তু বহিঃবিশ্বে ডেভিল বৃথ বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত। এটা যারা গ্রহন করে তারা তাদের সেন্স হারিয়ে ফেলে। তখন তাকে যে হুকুম দেয়া হয়, সে সেটাই করে। যদি তখন তাকে খুন করতে বলা হয়, তাহলে সে খুনই করবে, সব দিয়ে দিতে বললে দিয়ে দিবে,আত্মহত্যা করতে বললে আত্মহত্যা করবে।

এসময় পুলিশ সুপার আরো জানান, শাকিল নির্দিষ্ট কিছু ব্যাক্তির কাছে এই ড্রাগসের পাশাপাশি ‘পটাশিয়াম সায়ানাইড’ বিক্রি করতেন।

গ্রেফতারের সময় শাকিলের কাছ থেকে ১০ গ্রাম স্কোপোলামিন, ১ কেজি পটাশিয়াম সায়ানাইড (পাউডার), তরল পটাশিয়াম সায়ানাইড আড়াইশ মিলি মিটার, ২ কেজি ৫০০ লিটার ক্রোরর্ফম উদ্ধার করা হয়। তার কাছে এসব জিনিস দেয় অভিযুক্ত রাকিব। এই ঘটনায় আরও তদন্ত চলছে। পটাশিয়াম সায়ানাইড বিষসহ গ্রেফতারের ঘটনাটি দেশের প্রথম ঘটনা বলে জানান পুলিশ সুপার।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test