E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তুহিনের মতবিনিময় সভা

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১৯:২৫:৫৮
যশোরে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তুহিনের মতবিনিময় সভা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তৌহিদুজ্জামান তুহিন মতবিনিময় সভা করেছেন। তিনি যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ক্ষমাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

বুধবার সকালে ঝিকরগাছা উপজেলা সদরের কীর্তিপুরে দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, আমি বংবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারলে এলাকায় হৃদরোগীদের সুচিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করর। স্কুল-কলেজসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব।

মতবিনিময় সভায় সকলের সহযোগিতা কামনা করে ডা. তুহিন বলেন, মানুয়ের সেবা করার লক্ষ্য নিয়েই নিজেকে প্রার্থিতা ঘোষণা করেছি। ইতিমধ্যে মা-বাবার নামে গড়ে তোলা ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত দুস্থ-অসহায় রোগীদের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। যা সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরীফ বাদশা, যশোর জিলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুসা প্রমুখ। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. তুহিন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তোফায়েল আহমেদের একমাত্র জামাতা।

(এসএমএ/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test