E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১৯:৩১:৪৫
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নিজ বসতবাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ এর তার জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল জলিল(৪৭)। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামের মৃত মানিক গাজীর ছেলে।

মৃতের ভাইপো মাসুম বিল্লাহ বলেন, তার চাচা বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে চাচি দেখতে পেয়ে সাথে সাথে লোকজন ডেকে চাচাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মুন্সিগঞ্জ বাজারের আরজে নামক একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‌্যরত ডাক্তার নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কারো কোনো আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test