E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আগৈলঝাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত 

২০২৩ সেপ্টেম্বর ২৮ ২৩:৩৯:২৬
আগৈলঝাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

তিনি তাঁর বক্তব্যে জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বিশ্বের দ্বিতীয় মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী আসন অলংকৃত করায় অভিনন্দন জ্ঞাপন করেন।

এসময় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পুরস্কার গ্রহন, তাঁর সততা, সুনাম ও দক্ষতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বাঙালী জাতিকে বহিঃর্বিশে নতুন রুপে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পরিচিতি করা শেখ হাসিনার বিকল্প নেতা বাংলাদেশে নেই উল্লেখ করে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ তৃণমুল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও ওফাত দিবস উপলক্ষে হযরত মুহম্মদ (সাঃ) এর জীবন আলোচনা ও দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মাওলানা ফজলুল হক।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test